জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকা রংপুর জেলার সকল প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচিতে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় রংপুর সিটি প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
দৈনিক 'সংবাদ সারাবেলা' রংপুর ব্যুরো প্রধান কামরুল হাসান টিটুর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া রংপুর ব্যুরো প্রধান হুমায়ুন কবির মানিক,আহবায়ক, রংপুর সিটি প্রেসক্লাব শাকিল আহমেদ,ঢাকা পোস্ট রংপুর ব্যুরো প্রধান ফরহাদুজ্জামান ফারুক সাহিত্য সংস্কৃতিক সম্পাদক প্রেসক্লাব, সাবেক কোষাধক্ষ্য সিটি প্রেসক্লাব রেজাউল করিম জীবন ঢাকা মেইল, বিশিষ্ট সংগীত শিল্পী অন্তর রহমান ও সদস্য সিটি পেস ক্লাব আনোয়ার হোসেন মিঠু।
এছাড়া উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রতিনিধি আলমগীর হোসেন অপু, বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, নীলফামারী জেলা প্রতিনিধি, মামুনার রশীদ মিঠু,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, সংবাদ সারাবেলা একটি সংখ্যাও যিনি হাতে নিয়েছেন তিনিও নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে, কোনো করপোরেশনের স্বার্থ রক্ষা করার জন্য এই পত্রিকার জন্ম হয়নি। এ পত্রিকা কেবল সংবাদ ও কিছু তথ্যের ধারক নয়, এটি একটি আদর্শিক পত্রিকা। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। অন্যায়ের সঙ্গে কখনো আপস করতে শিখিনি, আপস করব না ইনশাল্লাহ।
এ সময় বক্তারা আরো বলেন, 'দৈনিক সংবাদ সারাবেলা' পত্রিকা সারা বাংলাদেশ সহ রংপুর বিভাগের কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরছে। এছাড়া অবহেলিত মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ প্রচারে ও নির্ভীক সাংবাদিকতা চর্চায় 'দৈনিক সংবাদ সারাবেলা'র ভূমিকা প্রশংসার দাবিদার।ঢাকা থেকে প্রকাশিত 'সংবাদ সারাবেলা' রংপুর ব্যুরো প্রধান কামরুজ্জামান টিটুসহ রংপুর বিভাগের সকল প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে এগিয়ে যাবেন বলে আশা করি।