অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ০৪ জন নারী বাংলাদেশী নাগরিক-কে আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির বিজিবি তাদের আটক করে।
আটক হওয়া চার মহিলা নরসিংদী জেলার খানেপুর গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে মোছাঃ রুবিনা আক্তার (৩৭),ঢাকা জেলার সূর্য খালি গ্রামের দেলোয়ারের মেয়ে লাবনী আক্তার (৩৪),চাঁদপুর জেলার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১),ঢাকা জেলার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে, মোছাঃ রুমি আক্তার (২৬)।
বিজিবির দেওয়া তথ্যসূত্রে জানা যায়,মঙ্গলবার ১২ নভেম্বর আনুমানিক ১:৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানব পাচারকারীর সহায়তায় ০৪ জন নারী বাংলাদেশী নাগরিক (মহিলা), অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় স্থানীয় জনগণের সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল কর্তৃক আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মোঃ হাফিজুর রহমান।