চরফ্যাসন থেকে ভোলা সড়কের চরফ্যাসন বাসস্টেশন সংলগ্নে মোটর সাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১ জন। নিহতরা হলেন ইমন (১৬), নেছার (১৮) এবং আহত ছিয়াম (২০)। নিহত নেসার বোরহানউদ্দিনের বড় মানিকার ইলিয়াসের ছেলে এবং ইমন নীলকমল ইউনিয়নে কামাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চরফ্যাসন সদর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন ৩ যুবক। বাস-স্টেশন সামনের সড়কে অপরদিক থেকে খর বোঝাই একটি নছিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইমন মারা যায়। আহত অবস্থায় নেসার কে বরিশাল পথে বোরহান উদ্দীন এলাকায় আহত নেসার মারা যায়। আহত ছিয়াম কে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, বাসস্ট্যান্ডের সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।