পিরোজপুরে সংবাদ সারাবেলা পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলানায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি কুমার শুভ রায়, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম নুর উদ্দিন, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি নাইমুর রহমান, দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি সালমা ইসলাম প্রমুখ।
সার্বিক আয়োজনে ছিলেন সংবাদ সারাবেলার পিরোজপুর জেলা প্রতিনিধি এম এ মুন্না।