× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুর

দুপুর হলেই মাদ্রাসা ছুটি; নিয়মনীতি মানছে না শিক্ষকরা

পাঠদান ব্যাহত

ছাজ্জাত বিশ্বাস, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।

১৩ নভেম্বর ২০২৪, ২০:১২ পিএম । আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৪, ২০:১৭ পিএম

ছবিঃ ছাজ্জাত বিশ্বাস

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার সহ শিক্ষক-কর্মচারিরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত মাদ্রাসা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুর ২ টা ১০ মিনিটে মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসা বন্ধ। জাতীয় পতাকাও নেই। অফিস ও শ্রেণিকক্ষে ঝুলছে তালা।

স্থানীয়রা অভিযোগে জানায়, প্রতিদিন দুপুর হলেই মাদ্রাসা ছুটি দিয়ে দেয়া হয়। এরপর দেড়টা ২ টার দিকে মাদ্রাসায় তালা ঝুলিয়ে মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিরা চলে যান। এছাড়া সুপার বিভিন্ন অজুহাতে যথাযথভাবে মাদ্রাসা না থেকে উপজেলা মিটিং ও কাজের দোহাই দিয়ে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন তিনি। ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারিদের এমন উদাসিন কর্মকান্ডে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং সঠিকভাবে পাঠদানও হয় না।

স্থানীয়দের ক্ষোভ, মাদ্রাসাটিতে ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারিসহ মোট ১৬ জন শিক্ষক কর্মচারি মাসে ২ লাখ ৫৯ হাজার টাকা বেতন উত্তোলন করলেও দুপুরেই ছুটি দিয়ে দেয়া হয় মাদ্রাসা।

অভিযোগ রয়েছে, নেই তেমন শিক্ষার্থী-যথাযথভাবে মাদ্রাসায় আসে না সুপারসহ শিক্ষকরা। হয় না সঠিকভাবে পাঠদান।

উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার জুলফিক্কার আলী অভিযোগ অস্বীকার করে জানান, মাদ্রাসায় বিরতি না দিয়ে একবারে ২ টায় ছুটি দিয়ে দেখা হয়। বেশ কয়েকদিন ধরেই এ নিয়ম করা হয়েছে, তবে ইউএনও বা উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়নি, তাদের জানানো হবে। এছাড়া ওই এলাকায় একটি মাহফিলের আয়োজন চলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা আলম বলেন, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাদ্রাসার পাঠদানের সময়, এর ব্যত্যয় ঘটলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমলে নেয়া হয়েছে, এ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রাজাপুরের ইউএনও ও উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি রাহুল চন্দ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.