× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বাসচাপায় শিশু নিহত

মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর প্রতিনিধি।

১৫ নভেম্বর ২০২৪, ১৯:১০ পিএম

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের জকসিন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ (১৫ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আহনাফ সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারী পোলের কাছে দুপুরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে শিশু আহনাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ জানান, বাসটির বেপেরোয়া গতি ও শিশুটির অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এটি দুর্ঘটনা তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.