× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেদরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি।

১৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৮ পিএম

ছবিঃ আশিকুর রহমান হৃদয়

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে বিচারাধীন জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর সখিপুর গ্রামে এ ঘটেছে।

জানা গেছে, এস এম ফেরদৌস (৫৮) দীর্ঘদিন ধরে শহরে বসবাস করায় বিবাদী বুলবুল সরদার, আরিফ সরদার, ইমরান পাপ্পু ও সাবেকুন্নাহার নাদিরা ওই জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। পরে এ ঘটনায় এস এম ফেরদৌস শরীয়তপুরের আদালতে মামলা করেন। মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত ওই জমিতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন আদালত। তবে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেখানে ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছেন বুলবুল সরদার, আরিফ সরদার, ইমরান পাপ্পু সহ অন্যরা।

এবিষয়ে মামলার বাদী এস এম ফেরদৌস বলেন, দীর্ঘদিন আমি বাড়িতে না থাকায় আমার জমিতে প্রতিপক্ষরা ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে গিয়ে বাধা দিলে আমাকে মারার হুমকি দেয়। জমিতে নিষেধাজ্ঞা থাকলে তারা জোর করে কাজ শুরু করেছে। আমি বিষয়টি নিয়ে ১৪৪/১৪৫ জারি করেছি, আদালতের কাছে ন্যায় বিচারক আসা করছি।

এদিকে অভিযুক্তরা বলেন, আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ করছি। আমরা কারো জমি দখল করিনি। আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়েদুল হক বলেন, নালিশী জমিতে ১৪৪ ধারা জারির পর দুইপক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.