অবাঞ্ছিত একটি সমস্যায় পড়েছে পাকিস্তানের পার্লামেন্ট। তবে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। পার্লামেন্ট ভবনটি দখলে নিয়েছে এক দল ইঁদুর। বড় বড় একদল ইঁদুরগুলো রাত হলেই শুরু করে তাদের হামলা। পার্লামেন্টের গুরুত্বপূর্ন কিছু নথিপত্র নষ্ট করে ফেলেছে তারা।
সম্প্রতি রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে ২০০৮ সালের বৈঠকের কাগজ-পত্র দেখতে চায় একটি কমিটি। এরপর নথিপত্রগুলো খুঁজে পাওয়ার পর দেখা যায় গুরুত্বপূর্ণ অংশই কেটে ফেলেছে ইঁদুর। এরপরি এই সমস্যাটি সবার নজরে আসে।
জাতীয় পরিষদের পুখপাত্র জাফর সুলতান গণমাধ্যমকে বলে, ‘এই ইঁদুরগুলো এতোটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভয় পাচ্ছে। এমন অস্থিতিকর পরিস্থিতে ইঁদুরের উৎপাত ঠেকাতে কর্তৃপক্ষ বার্ষিক ১২ লাখ রুপি বরাদ্দ দিয়েছে।
পার্লামেন্টের দ্বিতীয় তলায় ইঁদুরের উপদ্রব সবচেয়ে বেশি, বিশেষ করে যেখানে সিনেটের বিরোধী দলের নেতাদের কার্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার দিকে ইঁদুরগুলো ম্যারাথনের মতো দৌড়ে বেড়াতে দেখে পরিষদের কর্মকর্তারা। প্রথমবারের মতো সেখানে কেউ গেলে ভয় পায়, কিন্তু যারা সবসময় সেখানে থাকে তারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে।
এই সমস্যাটি মোকাবেলার জন্য পেস্ট কন্ট্রোল কোম্পানির শরণাপন্ন হতে চাইছে পার্লামেন্ট কর্তৃপক্ষ। সম্প্রতি তারা পেস্ট কন্ট্রোল কোম্পানির খোঁজ পাওয়ার জন্য পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে