ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ীয়া সদরের নতুন গরুহাটা লাভনী ভিলার তিন তলা একটি ফ্লাট থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ,বাসার মালিক ও ইউপি সচিব সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর যাবত লাভনী ভিলায় ভাড়া থাকতেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল। গত বুধবার বিকালে পারিবারিক বিষয়ে স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। ঐ দিন তার স্ত্রী চলে যায়। পরের দিন রাতে খাবার খেয়ে তিনি দরজা বন্ধ করে ঘুমাতে যায়।
আজ দুপুরে বাসার মালিক তাকে ডাকাডাকি করলে সাড়া শব্দ না পাওয়ায় কাঠমিস্ত্রী নিয়ে দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। লাশ থেকে দূর্গন্ধ ছড়াচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে কোন এক সময় তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের বুইদ্ধা গ্রামে সাবেক চেয়াম্যান মরহুম আ. সোবহান সরকারের ছেলে সাইদুর রহমান রয়েল দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান হওয়ার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তিন ছেলে সন্তান রেখে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অন্তসত্ত্বা।
ইউপি সচিব মো. ইদ্রিছ আলী বলেন, চেয়ারম্যানের পারিবারিক কলহ দীর্ঘদিনের। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়ীয়া সদরে গরুহাটা একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া হলে ঐদিন’ই স্ত্রী চলে যায়। পরের দিন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায়। গতকাল দুপুরে ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
ফুলবাড়ীয়া থানার ওসি মোহা. রকনুজ্জামান বলেন, লাশের সুরতহাল করার সময় শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বুঝা যাবে।