বান্দরবানের রুমা উপজেলার দূর্গম বগালেক এলাকায় ৯৭ পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের আওতাধীন বগালেক সেনা ক্যাম্পে (১ বীর) কতৃক দি গ্যালান্ট ওয়ানের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ (১৭ নভেম্বর ) সকাল ৮ টার থেকে ৫ টার পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস- নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া এমবিবিএস, ( সি,ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়বেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৭৯১৬ মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ, পিএসসি উপস্থিত ছিলেন ।
তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন।
সারাদিন ব্যাপি ৩০ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়। পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবায়, মারমা, বম, ত্রিপুরা, খুমী, বগালেক পাশে থাকা গ্রাম গুলো থেকে আসেন চিকিৎসা নিতে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।