× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে গাছ নিধনের অভিযোগ

ছাজ্জাত বিশ্বাস, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।

১৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

ঝালকাঠির রাাজপুরের গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালি গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন প্রজাতির ১৭ টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তুজম্মর আলীর ছেলে ভুক্তভোগী বৃদ্ধ নুরুল ইসলাম আজ (১৮ নভেম্বর) সকালে রাজাপুর থানায় লিখিত দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে জানান, পৈত্রিক জমিতে রোপনকৃত ২টি রেন্ট্রি, ২ চাম্বল, ৩ টি মেহগনি ও ১০ টি বিলাতি গাবগাছ প্রতিপক্ষ আব্দুল রশিদের ছেলে শাহ আলমসহ প্রতিপক্ষরা কাটা শুরু করলে আদালতে মামলা করলে পুলিশ গাছ কাটা বন্ধ করে দেয় কিন্তু পরে আবার গাছ কাটা শুরু করলে আদালতে অবহিত করলে আদালত পুনরায় নির্দেশ দিলেও তা উপেক্ষা সোমবার সকালে গাছ কাটা শুরু করে। পরে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।

এ ঘটনায় নানাভাবে মামলার বাদিকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অন্যের রোপনকৃত বা অন্যের জমির গাছ তিনি কাটছেন না। তার ক্রয়কৃত জমির ৭/৮ টি গাছ বিক্রি ও কাজের জন্য কাটা হচ্ছে।

রাজাপুর থানার বিউটি অফিসার এসআই রিয়াজ জানান, ৯৯৯ এর মাধ্যমে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.