ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমের রাজাপুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বুধবার (২০ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকার তার মাহজাবীন বাড়িতে হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ৮/১০ জন লোক শাহাজাহান ওমরের বাড়ির সামনে আসেন। প্রাচীরের বাইরে থেকে তারা বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বাড়িটির পূর্ব পাশের সামনের দুটি এবং উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে যায়। তবে হামলাকারীদের আমরা চিনতে পারিনি।
এবিষয়ে শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, সন্ধ্যার পরে কয়েকজন জন যুবক প্রাচীরের বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে গেছে। পরে হামলাকারীরা চলে যায়।
এবিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে শাহজাহান ওমর তার বাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “আমি আল্লাহ’র কাছে বিচার দিলাম।"
এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনা শুনেছি তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ নৌকায় যোগ দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর বীর উত্তম। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।