রংপুরে আলু, ডিম, মাছ, মাংস, আলুবীজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে নগরীর দর্শনা এলাকায় কিষাণ কোল্ড স্টোরেজে অভিযানের সময় আলু বীজের প্যাকেটে মূল্য থাকাসহ বীজের দাম বাড়িয়ে বিক্রয়ের অভিযোগে মেসার্স একতা সীডসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে ব্যবহার না করে আলু বিক্রি করার অপরাধে শাহী বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এ দুটি প্রতিষ্ঠানে সর্বমোট এক লাখ পনোরো হাজার টাকা জরিমানা করেছে সরকারি এ সংস্থাটি।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন। সাথে ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন।
তিনি আরও জানান, অভিযানের সময় মেসার্স একতা সীডস তাদের বীজের প্যাকেটের গায়ে মূল্য না লিখে প্রতিদিনই বীজের দাম বাড়িয়ে বিক্রয় করছে। এ মৌসুমের শুরুতে প্রতি কেজি বীজ ৬৮ টাকায় বিক্রি শুরু করলেও ধীরে ধীরে তা বাড়িয়ে ১১০ টাকা পর্যন্ত বিক্রয় করছে। মঙ্গলবার যে বীজের দাম ৯৭ টাকা চেয়েছে, একদিনের ব্যবধানে ১৩ টাকা বাড়িয়ে তা ১১০ টাকায় বিক্রয় করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আফসানা পারভীন জানান, ভোক্তা পর্যায়ে নিত্যপন্যের দাম সহনীয় রাখাসহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা খেয়াল করছি আলুবীজের সংকট দেখিয়ে সিন্ডিকেট চক্র বেশি দামে বিক্রি করছে। আর কৃষকেরা বাধ্য হয়ে তা কিনছেন।