× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত!

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২১ নভেম্বর ২০২৪, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১ মাত্রা। আজ (২১ ন‌ভেম্বর) বেলা ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিলো।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থল ‌হিসা‌বে রংপুরের ইতিহাসে ভু‌মিক‌ম্পের প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.১। তবে, ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে এ বছরের গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই ভূকম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.