× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় মিন্টু নাসরিন ট্রাস্টের আয়োজনে বৃত্তি পরীক্ষা

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

২৩ নভেম্বর ২০২৪, ১৫:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ওনার সহর্ধমিনী নাসরিন আউয়াল মিন্টুর অর্থায়নে পরিচালিত মিন্টু-নাসরিন ট্রাস্টের বৃত্তি পরীক্ষা ২৪ ফেনীর দাগনভূঞা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

আজ দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায়উপজেলার বিভিন্ন স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণীর ১৭শত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

উক্ত পরীক্ষার সমন্বয়কারী সৈয়দ ইয়াছিন সুমন জানান, উক্ত ট্রাস্টের অধীনে ২০১২ সাল থেকে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার অংশ হিসেবে বৃত্তি পরীক্ষা শুরু হয়ে আসছে। তিনি এ জন্য মিন্টু পরিবারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা,উপজেলা সহকারী (প্রাথমিক) শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন,দাগনভূঞা উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ,পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মোঃ জসিম উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক(প্রাথমিক) কামরুল হুদা,বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ কুদ্দুস প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.