চার বছর বয়সী শিশু আবদুর রহমানের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবরে মা আছিয়া বেগমের আহাজারীতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মায়ের কান্নায় কাঁদছেন পাড়া প্রতিবেশিরাও। নিহত শিশু পুত্রের মৃতদেহ জড়িয়ে কান্না করতে গিয়ে বারবার মুর্চ্ছা যাচ্ছেন মা আছিয়া বেগম।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চকবাজার এলাকার গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ প্রতিবেশীকে দেখতে গিয়ে ওই বাড়ি থেকেই নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। সে ওই গ্রামের আমির হোসেন মাঝির ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবার । জিডির একদিন পর বসতবাড়ির অদূরের একটি পরিত্যক্ত পুকুরে মিললো শিশুটির মরদেহ।