× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইল

হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনতাই!

প্রলয় কীর্তনীয়া, নড়াইল প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

নড়াইলে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছে তার লোকজন। গতকাল (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। এ নিউজ লেখা পর্যন্ত পুলিশ এখনো বিল্লালসহ এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশ আদেশ দেন আদালত। এ ছাড়া সে চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। অভিযোগ রয়েছে এ সময় স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্মীয় রাজীব মোল্যাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে নিউটন শেখ এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে। তিনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন,এখনো পর্যন্ত পলাতক আসামি বা এ ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.