× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় বাবাকে পিটিয়ে আহত করলো একমাত্র ছেলে

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো।

২৫ নভেম্বর ২০২৪, ১৪:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত

কোলে পিঠে করে মানুষ করা একমাত্র ছেলে পশুর মতো পিটিয়ে জখম করেছে বাবা হাবিবুল্লাহ কে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মোহতলা গ্রামে। আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অসহায় বৃদ্ধ পিতার  অপরাধ ছিলো চিকিৎসার জন্য ছেলের কাছে কিছু টাকা চাওয়া, টাকা না দেয়ায় হাবিবুল্লাহ তার নীজের জমি  বন্ধক দিয়ে ১০  হাজার টাকা নিয়েছিলো আরেকজনের কাছ থেকে । আর এই খবর ছেলে মিন্টুর কানে পৌঁছাতেই গত শনিবার ( ২৩ নভেম্বর) সকালে  জন্ম দাতা বাবাকে বাঁশ দিয়ে বেধরক পিটিয়েছেন সন্তান নামের এই নরপিচাশ । পরে আশেপাশের লোকজন খবর পেয়ে হাবিবুল্লাহকে মুমূর্ষ অবস্থায় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করেন। হাবিবুল্লাহ এই ঘটনায় তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চায়, পাশাপাশি সে যেন তার সুচিকিৎসা এবং তার জমিজমা ইচ্ছেমতো ভোগকরে খেতে পারে সেই নিশ্চয়তা চায় তিনি । 

পরে খবর পেয়ে ছুটে আসেন তার দুই মেয়ে সহ মেয়ের জামাইরা। পিতার এমন অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্বজনরা। স্বজনরা বলছেন এই ঘটনায় থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে। 

স্থানীয় এলাকাবাসী জানায় হাবিবুল্লাহ ছেলে মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে তার বাবা-মাকে বিভিন্ন সময় মারধর করে আসছিল, ঠিকমতো দিত না ভরণপোষণের  খরচ। তাই এলাকাবাসীর দাবী হাবিবুল্লার যে জমিজমা আছে তা তিনি ভোগ করে খেতে পারলে খুব ভালো ভাবে চলতে পাড়বে। সেই বিষয়টি যেন প্রশাসন কঠোরভাবে দেখে এবং অপরাধী যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.