× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

মোঃএনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি।

২৫ নভেম্বর ২০২৪, ১৭:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌।এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা,১টি এক নলা বন্ধুক,২টি এলজি উদ্ধার করা হয়।

আজ (২৫ নভেম্বর)  ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে,এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮),ভিবেষ মজুমদার (৩৮), মো.আব্দুল্লাহ (২৬),রিয়াজ উদ্দিন (২২),মো. নিজাম উদ্দিন (৬০),রণজিৎ চন্দ্র দাস (৪৩),  মো.মামুন (২৮),রাজীব চন্দ্র দাস (২৭),মো. এমরান (৪০),মো.কাশেম (৫৩) ও মো.রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার,গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.