খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ (২৫ নভেম্বর) ১২টার দিকে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ স্মরণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
সভায় বক্তব্য দেন- দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী মোঃ মারুফ খান প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে দীর্ঘদিন পর দেশ সৈরাচার মুক্ত হয়েছে। এখন দেশের প্রতিটি নাগরিক স্বাধীন। প্রতিটি সরকারী অফিস রাজনৈতিক দখলমুক্ত, গণমাধ্যম ফিরে পেয়েছে নিজেদের স্বাধীনতা। এ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা ও শহীদ পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলাই এখন প্রথম কাজ। সভায় অন্তবর্তীকালীন সরকারকে আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর খোঁজ রাখতে হবে বলে দাবী করেন বক্তারা।’
উপস্থিত ছিলেন- উপজেলা এলজিইডি প্রকৌশলী ফজলুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের আন্দোলনকারী শিক্ষার্থী, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও সংস্থার কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।