× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বয়কট বয়কট শ্লোগানে খুলে নেয়া হল রাজশাহীর প্রথম আলো'র সাইনবোর্ড

শাহানুর রহমান রানা, রাজশাহী ব্যুরো।

২৫ নভেম্বর ২০২৪, ১৮:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রাজশাহীতে প্রথম আলোর কার্যলয়ে হামলা চালানো হয়েছে । দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পর বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর কার্যলয়ে হামলা চালানো হয় ।

বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যলয়ের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন । এসময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন । পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান ।

এসময় তারা ‘প্রথম আলো, দিল্লি স্টার’ এই মুহূর্তে বাংলা ছাড়, ‘বয়কট বয়কট প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে থাকেন ।গত ২৪ নভেম্বর রবিবার ঢাকায় প্রথম আলোর কার্যলয়ের সামনে বিক্ষোভকারী দের উপর পুলিশের হামলার অভিযোগে আজ সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানব্বন্ধনের আয়োজন করেন আলেম ওলামা । মানববন্ধন শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে।

পরে, বিক্ষোভ নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ উল্লেখ করে বক্তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে । ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা হবে না।

এসময়, ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা। বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিলম্বে ছেড়ে দিতে হবে । যদি তা নাহয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী তাদের ।

এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, এখন পর্যন্ত মৈাখিকভাবে অভিযোগ পেয়েছি । লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.