রংপুরের কাউনিয়ায় অতি দরিদ্রদের চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করছন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।
তিনি বলন, স্থানীয় সরকার বিভাগর উপ-সচিব পলি কর স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপন উল্লেখ আছে- উপজেলার ১ নম্বর হারাগাছ ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতি দরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ হয়ছিল রংপুর জেলা প্রশাসক বরাবর।
রাজু আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবক স্থানীয় সরকার বিভাগ ২১ নভম্বর ২০-৮৮৮নং প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করছে।
রংপুর স্থানীয় সরকারর উপ-পরিচালক মো. রায়হান কবীর বলন, অতি দরিদ্রদের জন্য পরিবারর ১০ টাকা কেজি চাল বিতরণ অনিয়মসহ বিভিন বিষয়র অভিযোগের প্রেক্ষিতে রাজু আহমেদকে শোকজ করা হয়ছিল। কি তিনি জনপ্রতিনিধি হিসেবে কাম্য নয় বিধায় তার জবাব সন্তোষজনক ছিল না। তাই রাজু আহমেদকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করছে স্থানীয় সরকার বিভাগ।
কাউনিয়া উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয় কাউনিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলন, জারি করা প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারা মোতাবক ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
এদিক এ বিষয় জানতে হারাগাছ ইউনিয়ন পরিষদের অপসারণ হওয়া চেয়ারম্যান রাজু আহমেদের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে, তিনি ফোন কল রিসিভ না করায় এ ব্যাপার তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।