ঝালকাঠির কাঠালিয়ায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠি জেলা ইসলামমিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন জামে মসজিদের প্রশিক্ষন প্রাপ্ত ১৩০ জন ইমাম এতে অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা সুপার ভাইজার আসাদুর রহমান মান্না, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ রহমান, উপজেলা মডেল কেয়ারটেকার আনিচুর রহমানসহ আরো অনেকে।