× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃ আতিকুল হক, নাটোর প্রতিনিধি।

২৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আলফু থানদার (৫৫) এবং অজ্ঞাত ট্রাক চালক নিহত হয়েছে। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আলফু থানদার লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মৃত চেরু থানদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে একটি অটোরিক্সা ভ্যান বনপাড়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে পাবনা থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ভ্যানটিকে চাপা দেয়। এরপর একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আলফু থানদার(৫৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনে চাপা পড়ে থাকা ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন।

এখনো পর্যন্ত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহত ভ্যান চালকের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.