নিখোঁজের ০৬ দিন পর খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের যৌথ অনুসন্ধানে নিখোঁজ শিশু ফিরেছে মায়ের কোলে।
পুলিশ জানায়, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের জামতলী বাঙালীপাড়া এলাকার গিয়াস উদ্দীনের ছেলে শিশু রিহাদ নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন থানায় জিডি করলে দীঘিনালা থানা ব্যবস্থা গ্রহণ করে। জিডিমূলে পুলিশ অনুসন্ধানে শুরু করলে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ০৬ দিনপর কক্সবাজার জেলার চকরিয়া থেকে শিশু রিহাদকে উদ্বার করে পুলিশ।
নিখোঁজ শিশু রিহাদের পিতা গিয়াস উদ্দীন ও মাতা ফাতিরুন নেছা বলেন, ‘আমার দুধের শিশুটিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আসে পাশে খোঁজ নিয়ে রিহাদকে কোথাও না পেয়ে দীঘিনালা থানায় জিডি করি। তখনি থানার ওসি সাহেব ছেলেকে উদ্বার কথা বলেন। দীর্ঘ দিন পর আমার ছেলে আমার কোলে ফিরেছে। এ সময় তিনি অশ্রুশিক্ত নয়নে পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘জিডি মূলে তদন্ত শুরু করলে পুলিশ অপহরনকারী ঠিকানা নিশ্চিত হয়। পরে দীঘিনালা থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানার যৌথ অভিযানে শিশুটিকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওযা হয়। পরে উদ্ধারকৃত শিশু রিহাদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হইয়াছে।’
ওসি জাকারিয়া আরো বলেন, ‘নিখোঁজ ডায়রীর আবেদনকারী ও শিশু অপহরনকারী উভয়ে পারিবারিক আত্নীয় হওয়ায় নিখোঁজ ডায়রীর আবেদনকারী গিয়াস উদ্দীন অপরহরণকারীর বিরুদ্ধে কোন মামলা করেনি। এ বিষয়ে থানায় অভিযোগ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’