ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা প্রাঙ্গণ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।