'মানুষের কথা বলে' এই প্রতিপাদ্যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরিফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন। এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সংবাদ সারা বেলার পলাশ প্রতিনিধি জাহিদ সরকার মনির, ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যরা।
ওই সময় প্রধান অতিথি বলেন, সংবাদপত্র মানুষের মত প্রকাশের মাধ্যম। যার জন্য সংবাদপত্রকে দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। অসময় প্রধান অতিথি স্থানীয় পর্যায়ের সংবাদগুলো যত্ন সহকারে প্রকাশের জন্য সংবাদ সারাবেলার প্রশংসা করেন।
আলোচনা শেষে কেক কেটে পত্রিকার বর্ষপূর্তি পালন করা হয়।