× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর জেলা ইজতেমার মাঠে মুসল্লির মৃত্যু

রংপুর ব্যুরো।

২৯ নভেম্বর ২০২৪, ১৭:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপু‌র নগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে শুরু হওয়া জেলা ইজতেমা মাঠে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ন‌ভেম্বর) ‌গভীর রাতে তাহাজ্জত নামাজ পড়‌তে উঠে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

ইজতেমা মাঠে মুসল্লির মৃত্যু হয়েছে বলে নি‌শ্চিত ক‌রে আয়োজকেরা জানান, মৃত ব্যক্তির নাম মোয়া‌জ্জেম হো‌সেন (৬৮), তি‌নি রংপুর নগরীর ক‌লেজ রোড খামারপাড়া এলাকার বা‌সিন্দা। ইজতেমার খেদম‌তের দ্বায়িত্বে থাকা আমিন জানান, নিহত ব্যক্তি রংপুর নগরীর তাবলীগ (মারকায)মস‌জি‌দের জিম্মাদার ছি‌লেন। প্রতিবা‌রের মতোই ইজতেমায় এবারও এসেছিলেন। তি‌নি শুক্রবার রাত ২টায় তাহাজ্জত নামাজ পড়‌তে ওঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তা‌কে দ্রুত রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ ও হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার জুম্মার নামাজের পর ইজতেমা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সুলতান নগর কবরস্থা‌নে দাফনকার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ‌্য,গতকাল বৃহস্পতিবার (২৮ ন‌ভেম্বর) থে‌কে নগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে শুরু হয়ে‌ছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্যে দিয়ে তিন দিনের ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এবারের ইজতেমায় রংপুর জেলার ৮ উপজেলা ও সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রায় লা‌খো মুসল্লি অংশ নিয়ে‌ছে। সেই সঙ্গে ঢাকা থেকেও মুস্ললীরা উপস্থিত হ‌য়ে‌ছেন। প্রতিবছরের মতো এবারেও শুক্রবারে বড় জামায়াতের মাধ্যমে জুমার নামাজ আদায় করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.