× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংবাদ সারবেলা।

খাগড়াছড়ি দীঘিনালায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ০১ (এক) মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার মেইন সড়ক থেকে এ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় সাথে থাকা ০১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

গ্রেফতার হওয়া মাদক কারবারি মোঃ মোস্তফা (৩১) উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকার নূর মোহাম্মদ এর ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীঘিনালা থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে গ্রেফতার হওয়া মাদক কারবারি পুলিশের উপস্থিত জানতে পেরে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ভাবে পুলিশ বিশেষ কায়দায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছে জব্দকৃত গাঁজা পাওয়া যায়। জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্য আনা হয়েছিল বলে গ্রেফতারের পরে মাদক কারবারি মোঃ মোস্তফা (৩১) পুলিশের কাছে স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘রাতে একটি অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা (মাদকদ্রব্য) সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়োমিত মামলা রুজু করা হবে। তার বিরুদ্ধে আরো কোন মাদক মামলা রয়েছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।

ওসি জাকারিয়া আরো বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীঘিনালা চোরাচালান ও মাদক কারবারিদের ধরতে থানা-পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।'

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.