× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় মদ সহ ৩ মাদক কারবারি আটক

সুদীপ দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।

৩০ নভেম্বর ২০২৪, ১৬:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৮১ বোতল ভারতীয় মদ ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মাদক সহ পৌর শহরের চরেরবন্দ গ্রামের একটি বাড়ি থেকে ৩ মাদক কারবারিকে আটক করে। 

সেনাবাহিনীর হাতে আটক মাদক কারবারিরা হলেন, পৌরসভার চরেরবন্দ গ্রামের হুশমত আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(৪০), জমির উদ্দিনের ছেলে মো.নাসির উদ্দিন (৪৭) এবং হাশেম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৫)। 

সেনাবাহিনী মদ্যপানরত অবস্থায় তাদেরকে আটক করে। এসময় বাড়ি তল্লাসী করে ৪৪ বোতল এসি ব্ল্যাক, অফিসার চয়েজ ৪১ বোতল সহ মোট ৮১ বোতল ভারতীয় মদ এবং নগদ ১ হাজার ১৪০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ জানান, মদ সহ আটক ৩ মাদক কারবারিকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.