× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত আমিরের আগমন সফল করতে সালথায় শুভেচ্ছা মিছিল

জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

৩০ নভেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের ফরিদপুরে আগমন উপলক্ষে সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

“মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা” এই ভিষনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা কমপ্লেক্সের সামনে হতে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে আকরাম হোসেন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। 

জামায়াতের সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে এময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারী মোঃ আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নছরু, উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মিকাইল হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক তরিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে জামায়াতের ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্যা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, যদুনন্দী ইউনিয়নের সভাপতি কবির হোসেন, বল্লভদী ইউনিয়নের সভাপাতি মাওলানা আব্দুল হান্নানসহ জামায়াত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত বক্তব্যে সালথার জামায়াতের আমিন সালথা বাসীর প্রতি দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য কুরআনের ছাঁয়াতলে আসার জন্য উদার্ত আহŸান জানান। তিনি বিগত সাড়ে পনের বছরের প্রসঙ্গে এনে আরো বলেন, বিগত দিনে যেভাবে দেশে লুটতরাজ হয়েছে, আমরা চাইনা আবার কোন জাতি এসে সেভাবে লুটতরাজ করুক। আমরা চাই আমাদের মানবিক অধিকার, শিক্ষার অধিকার। আর জামায়াতে ইসলামী কুরআনের আইন ও ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এসময় তিনি বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমনকে সফল করতে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.