× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ

সেই শিক্ষকের ব্যাপারে যে নির্দেশনা পেলেন জেলা শিক্ষা অফিস!

এম.এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত

শিক্ষক নিবন্ধন সনদ টেম্পারিং করে অন্যের সনদে নিজের নাম বসিয়ে ভুয়া সনদে চাকরি নিয়ে দীর্ঘ ১৪ বছর বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) আবুল খা‌য়ের। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কা‌ছে যাচাই-বাছাইতে ধরা পড়ে জাল-জালিয়াতির ঘটনা।

গত ২৩ অক্টোবর "ঝিনাইদহে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরির অভিযোগ শিরোনামে" জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেন শিক্ষা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তাগণ। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলামের নির্দেশে গত ২৯ অক্টোবর অভিযুক্ত শিক্ষক আবুল খা‌য়ে‌রের নিয়োগকালীন সকল কাগজপত্রসহ তার শিক্ষা নিবন্ধন সনদের কপি চেয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জেলা শিক্ষা অফিসে তলব করা হয়। 

প্রধান শিক্ষক আমিন উদ্দীন অভিযুক্ত শিক্ষকের কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দেন। জেলা শিক্ষা অফিসার কাগজপত্র দেখার পর তার কা‌ছে শিক্ষা নিবন্ধন সনদটি জাল ব‌লে স‌ন্দেহ হয়। এরপর তি‌নি ওই সনদ যাচাইয়ের জন্য এনটিআরসিএতে পাঠান। 

যাচাই বাছাই শেষে গত ১৯ নভেম্বর এনটিআরসিএ থেকে আবুল খায়েরের সনদটি ভুয়া ও জাল উল্লেখ করে সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) সাইফুল ইসলাম প্রত্যয়নপত্র দেন।

এনটিআরসিএ থেকে পাঠানো সাইফুল ইসলাম স্বাক্ষরিত সনদ যাচাইয়ের প্রতিবেদনে ২০০৮ সালের ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ১১৬১১৫৩০ রোল নম্বর সম্বলিত আবুল খায়েরের দাখিলকৃত প্রত্যয়নপত্রটির সাথে প্রতিষ্ঠানে সংরক্ষিত ফলাফলের মিল না থাকায় প্রত্যয়নপত্রটি জাল ও ভুয়া বলে প্রমাণিত হয়।

জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদে চাকরী নেয়ার অ‌ভি‌যোগে জাল নিবন্ধন সনদধারী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থে‌কে থানায় মামলা দায়ের পূর্বক এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হয় ওই চি‌ঠি‌তে।

উল্লেখ‌্য আবুল খায়ের ২০১০ সা‌লে প্রধান শিক্ষক আমিন উদ্দি‌নের সা‌থে যোগসাজশ ক‌রে শিক্ষক নিবন্ধনের জাল সনদ দিয়ে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান ক‌রেন। ২০১১ সালে তিনি এমপিও'র অন্তর্ভুক্ত হন। ১৪ বছর ধরে সরকারি বেতন-ভাতা ভোগ করছেন তি‌নি। অবৈধ ভাবে উত্তোলন করেছেন প্রায় ১৭ লাখ টাকার বেতন-ভাতা।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের  মুঠোফোনে  জান‌তে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তি‌নি ফোন কেটে দেন।

প্রধান শিক্ষক আমিন উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তি‌নি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলামের কা‌ছে জান‌তে চাইলে তি‌নি জানান,  জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করা ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.