× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ত্র মামলা

নানা নাটকীয়তায় জামিন পেলো স্কুল ছাত্র রাফি!

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার টেকনাফে বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি'র জামিন মঞ্জুর করেছে আদালত। আজ (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

তাউসিফুল করিম রাফি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। সেই হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।


গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল।

পুলিশের দাবি, 'অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।' এরপর থেকে কারাগারে আছেন ৭ম শ্রেণীতে পড়ুয়া রাফি। ঘটনার ৩দিন পর পরিবার বিষয়টি সাংবাদিকদের জানালে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠে।

রাফির আইনজীবী আয়াসুল রহমান বলেন, গণমাধ্যমে রাফিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনাটি দেশজুড়ে আলোচনা হওয়ার পর। গতকাল মহামান্য হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলছিলেন। 'রাফি শিশু হওয়ায় আজ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।'

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় অস্ত্রসহ তাকে গ্রেফতার করছি। জামিন দেওয়া এটি মহামান্য আদালতের বিষয়। অস্ত্র মামলার আসামী রেজাউল করিমকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে রাফির বাবা রেজাউল করিমকে কক্সবাজার জেলা প্রশাসক গতকাল ডাকছিলো বলে একটি বক্তব্য গণমাধ্যমে ব্যাপক প্রচার করা হলেও তার সত্যতা পাওয়া যায়নি। এনিয়ে রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমি কাউকে ডেকে পাঠাইনি। তাছাড়া এটি অস্ত্র মামলা এটি আদালতের বিষয়। জেলা প্রশাসকের কথা বলে কেউ আনন্দ পেলে আমার তো কিছু করার নাই। সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার কথা বলেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.