× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে রংপুরে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশবিরোধী মিথ্যা অপপ্রচার এবং ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ ডি‌সেম্বর) দুপুরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখা। গ্রান্ডহোটেলস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর ছালেক প্রেট্রোল পাম্প, প্রেসক্লাব, জাহাজকোম্পানী মোড় হয়ে পূণরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা, সিনিয়র সহ সভাপতি সত্য রঞ্জন রায়, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব বিমল চন্দ্র বর্মন, তারাগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক নিরঞ্জন রায় নিমাইসহ রংপুরের অন্যান্য উপজেলার নেতা ও কর্মীবৃন্দ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি'র আহ্বায়ক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা বিএনপি'র সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম নাজুসহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবার ক্ষমতায় ফিরে আসতে এদেশের হাজার বছরের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। পরাজিত শক্তির ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে আমাদের প্রতিবেশী দেশ। তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তারা। আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই, দেশে কোনো সংখ্যালঘু নেই, কোনো সংখ্যাগুরু নেই, আমরা সবাই বাংলাদেশি। দেশের প্রশ্নে, জাতীয় পতাকার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এদেশে জন্মেছি, এ দেশেই আছি, আগামীতেও থাকবো। আমাদের দেশ নিয়ে কারো অযাচিত মাথা ব্যথার সুযোগ নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.