ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন,বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জননেতা জনাব তারেক রহমান। রাষ্ট কাঠামো মেরামতের জন্য জনমত গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এক যোগে কাজ করতে হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) শুক্রবার বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিএনপি আয়োজিত এক জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জনসভার প্রধান অতিথির ভাষণে তিনি বলেন বর্তমানে হিন্দু সম্প্রাদায়ের লোকজন ভাল ও নিরাপদে আছে। তার প্রমান আজ যে গাঙ্গুটিয়া ইউনিয়নে সমাবেশ হচ্ছে এখানে ৩০পারসেন আছে হিন্দু ভোট। আজ তারা এ সমাবেশে উপস্থিত আছেন বলে জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হবে, এর ভিত্তিতে আগামীতে দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে তা আরো কয়েক বছর আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন।
সমাবেশে তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে অপর একটি দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা বলছেন বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা চলছে।আর হিন্দুদের উপর নির্যাতন ও জুলুম করা হচ্ছে। আসলে দেশে দাঙ্গা হাঙ্গা হচ্ছে না। হিন্দু ভাই বোনেরা আছেন অনেক নিরাপদে। তাদের উপর কোন জুলুম অত্যাচার হচ্ছে না। আমার সোনার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে অশান্তি সৃষ্টি করতে তারা এখন মরিয়া। কিন্তু আমরা তা হতে দেব না।ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
তাই রাষ্টকে সুন্দর ও সফল করতে হলে অন্তবর্তীকালীন সরকারকে সকলের সহযোগিতা করতে হবে।
ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে মুরাদ বলেন, রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামীলীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের ধাবিয়ে রাখতে পারেনি। তাই ধামরাইতে কেউ সম্প্রতির বন্ধন নষ্ট করতে পারবে না।
গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-স্থানীয় বিএনপি নেতা এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।