আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক প্রবাসীর যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এই ঘটনা ঘটে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপঁ-পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি রাত ১০টার দিকে মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশে রওনা দিয়ে নোয়াখালী পৌরসভার আহমদিয়া হাই স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে ডান পা আলাদা হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।