খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও অস্বচ্ছলদের মাঝে নগত আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন। আজ (০৮ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন দীঘিনালা সেনানিবাসে এ সকল অনুদান বিতরণ করেন দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি।
সুবিধাভোগীদের মধ্যে দীঘিনালা সরকারি ড্রি কলেজ পড়ুয়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর ০৩ শিক্ষার্থী, উপজেলার ০৪ শিক্ষার্থীদের পড়াশোনা খরচ বাবদ নগত অর্থ সহ অসচ্ছল ও প্রতিবন্ধী ০৬ জনকে আর্থিক সহযোগীতা প্রদান করেছে সেনাবাহিনী।
এ সময় দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, সেনানিবাসের চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, ও অনারারি লেফটেন্যান্ট (এসএম) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।