× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে দুই দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ওয়াপদা সড়কে

মো: ছায়েদ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি।

০৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রামগঞ্জ শিশুপার্ক ব্রিজ  থেকে লক্ষ্মীপুর সীমানা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ওয়াপদা সড়কটি গত ২০ বছর ধরে অবহেলিত। এই সড়কের কোনো ধরনের উন্নয়ন বা মেরামত না হওয়ায় দুই পাশের মাটি সরে গিয়ে এবং কোথাও কোথাও ভেঙে গিয়ে পুরো সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।


স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। আর্থিক এবং শারীরিক ক্ষতির পাশাপাশি এই সড়কে চলাচলের অযোগ্য পরিবেশের কারণে এলাকাবাসীকে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে সড়কটি সংস্কার না করা হলে একসময় এটি পুরোপুরি বিলীন হয়ে যাবে।


সরেজমিনে রোববার বিকালে গেলে দেখা যায়,  দাসপাড়া, লামচর, বেড়ি বাজার, পানপাড়া, ডাগাতলি এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানাবিধ দুর্ভোগে পড়ছেন। সংস্কারের অভাবে সড়কটির বিটুমিন ও খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকার লোকজনের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। ভাঙা সড়কের কারণে এখানকার প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়েতেও সমস্যা হচ্ছে। এমনকি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহু জনপ্রতিনিধি নির্বাচনের আগে এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভোটের পর তারা এলাকাবাসীর সমস্যার কোনো সমাধান করেননি।  


স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম রাজন, তারেক আজিজ এবং ওমর ফারুক জানান, সর্বশেষ ২০০৭ সালে সড়কটিতে নামমাত্র সংস্কারকাজ হলেও এরপর থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে রাস্তাটি এতটাই ভেঙে পড়েছে যে, পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে।


কয়েকজন নারী পথচারী বলেন, এই রাস্তায় রিক্সা ও সিএনজি  চলে না। তাই হাইটাই যাইতাছি। গর্ভবতী নারীদের যাতায়াতে যে কি কষ্ট হয়, সেটা বইলা বোঝানো যাবো না।


রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খান  জানান, সড়কটি সংস্কারের জন্য বহুবার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন হওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কারের একটি প্রস্তাব এসেছে। এতে এলাকাবাসী শিগগিরই ভালো খবর পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.