ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জে বাজারে বানার নদের কলমদারী অংশে ৫৫ লাখ টাকা ব্যয়ে নদের তীররক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। নদের ভাঙ্গনের ফলে একটি মসজিদ সহ কয়েকটি বাড়ী নদের গর্ভে চলে যাচ্ছিল। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের বাধার মুখে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প পরিদর্শন করেন বলে জানান, ময়মনসিংহ পানি উম্নয়ন উপসহকারী কর্মকর্তা আবু রায়হান।
প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানে মালিক আলম জানান, মাত্র ৫৫ লাখ টাকার প্রকল্প এটি। তিনিও স্বীকার করেন। নদীর তীরের স্লুপসহ এক পাশের কাজ নিম্নমানের হয়েছে।
৮ মাস আগে প্রকল্পের অর্ধেক কাজ করে প্রকল্পের ঠিকাদার আতাউর রহমান মারা যান। বাকী কাজের জন্য আলম নামের একজন ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়। তিনিও কাজ নিয়ে গাফিলতি ও অনিয়ম করায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বাধা প্রদান করেন। নদের দক্ষিন পাশের তীরের স্লুপ খাড়া করে করার কারনে বালু ও সিমেন্ট ভর্তি ব্যাগগুলো পানি তোরে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রতন নামের একজন জানান, প্রকল্পে নানান অনিয়ম হয়েছে। বস্তায় বালু সিমেন্ট কম দিয়ে কাজ করার অভিযোগের প্রেক্ষিতে পাউবির উর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প পরিদর্শন করেছেন কিন্ত কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা আবু রায়হান বলেন, এ প্রকল্পগুলো অস্থায়ীভাবে বাস্তবায়ন করা হয়। এক বছর পরে এমনিতে বস্তাগুলো নষ্ট হয়ে যাবে। আর ৫৫ লাখ টাকার কাজ এটাতো অনেক ছোট কাজ।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রায়হান জানান, প্রকল্পের কাজ সঠিক ভাবে হয় নাই। নদের তীরের স্লুপটা কাটা যায়নি। তারপরও কাজ করতে হয়েছে।