× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ

শীতের পোষাক কিনতে ফুটপাতে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও ঝেকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতের মাঝে একটু উষ্ণতা পেতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন সড়কের দু’পাশের ফুটপাতের দোকানগুলোতে মধ্যবৃত্ত ও নি¤œবৃত্ত মানুষ ছুটতে শীতের পোষাক কিনতে।

সোমবার সকাল ১১টায় শহরের গৌরাঙ্গবাজার ব্রিজের দুই পাশে, রথখোলা, আঠারবাড়ী কাচারী বাজার, তেরিপট্টি, পুরান থানা এলাকাগুলোতে শীতের কাপড় কিনতে নারী পুরুষের উপচে পড়া ভীড় দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ক্রয় ক্ষমতার মধ্যে যারযার মতো করে শীতের পোষাক কিনছেন। শীতের পোষাকের মধ্যে রয়েছে বড়দের জন্য সোয়েটার, জ্যাকেট, মাফলার, ব্লেজার, পায়ের মুজা, কানটুপি, ফুল হাতা গেঞ্জিসহ বাচ্চাদের বিভিন্ন ধরণের শীতের পোষাক। তবে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি।

মো. আল-আমিন নামের এক ক্রেতা বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় দু’দিন ধরে প্রচন্ড শীত। আমি একটি জ্যাকেট ও একটি কানটুপি কিনেছি। তবে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি। দাম কিছুটা কম হলে গরীব ও সাধারণ মানুষের জন্য ভালো হতো।

শহরের গৌরাঙ্গবাজার পারভীন নামের এক ক্রেতা বলেন, ‘আমি আমার জন্য একটি সোয়েটার ও বাচ্চার জন্য কানটুপি ও মুজা কিনেছি। ফুটপাত হলেও এখানে মোটামুটি ভাল পোষাক পাওয়া যায়। তবে দাম কিছুটা কম হলে হয়তো সকলের জন্য ভাল হতো।

শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় মো: সারোয়ার আলম নামের এক ফুটপাত ব্যবসায়ী বলেন, ‘এবার শীতের শুরুতেই বেঁচা বিক্রি অনেক ভাল। এখানে ছোট-বড় সব বয়সেরই শীতের কাপড় পাওয়া যায়। তবে গতবারের তুলনায় আমরা এ বছর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করি। বর্তমানে শীত খুব বেশি। শীত কমলে আমরা কম দামে কিনে আনলে কম দামে বিক্রি করতে পারব।

বাচ্চাদের পোষাক বিক্রেতা মো: রাসেল বলেন, বড়দের পাশাপাশি বাচ্চাদের পোষাক বিক্রি বেড়েছে। আমার দোকানে তিন মাস থেকে তিন বছরের বাচ্চাদের পোষাক বিক্রি করে থাকি। তবে বাচ্চাদের পোষাক ছোট হলেও তুলনামূলকভাবে দাম একটু বেশি। এ বছর শুরুতেই শীতের প্রভাব বেশি পড়ায় বেঁচা-বিক্রি অনেক ভাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.