শেরপুরের নালিতাবাড়ীতে ৫৬ পিস ভারতীয় কম্বলসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ (৯ ডিসেম্বর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা হতে এদের আটক করে ঝিনাইগাতীর হলদিগ্রাম বিজিবির টহলরত দল।
গ্রেফতারকৃতরা হলেন, সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া(৪১) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল(৩০)।
বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার আব্দুল আওয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে হাবিলদার আব্দুস সবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ চাঁন মিয়া ও সোহেল কে আটক করা হয়। তাদের সাথে থাকা কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পট্রাকটিও জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।