× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গণমিছিল

ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

কিশোরগঞ্জের ইটনায় বিএনপি নেতার বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণমিছিল করেছে ইটনাবাসী। আজ (৯ ডিসেম্বর) দুপুর ১টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  মানববন্ধন ও পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ইসলামীয়া সুপার মার্কেটের সামনে বিক্ষোভ করে।

ঘটনার বিবরণ ও মামলার তথ্যে জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। তাই বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে মামলা করেছে। যার মামলা নং ২, তাং ৩/১২/২৪ ইং।

অনুষ্ঠিত প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন ইটনা, মিঠামইন ও অস্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক এরশাদ মল্লিক,  সাবেক ইটনা উপজেলা যুবদলের সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম, অস্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরীফ রেজা, ইটনা উপজেলা বিএনপির  সহ সভাপতি গোলাম রহমান, ইটনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বিএনপির নেতারা দাবি করেন দীর্ঘদিন যাবৎ আতাউর রহমান একজন নিবেদিত বিএনপির নেতা। দলীয় গ্রুপিং এর কারণে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক আইসিটি মামলায় আটক করা হয়েছে। আমরা বিএনপি নেতা আতাউর রহমান আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক বিএনির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেনের মোবাইলে গত ২৪ ঘন্টায় প্রায় ১৫/১৬ বার কল দিয়েও তার কোন রেসপন্স পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.