নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধ, সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত, সমকাজে সমমজুরি ও গৃহস্থালী কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরুপণ করে জিডিপিতে অন্তর্ভুক্তকরণের দাবিতে রংপুরে নগর সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে সোমবার(৯ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংগঠনের মহানগর শাখার সংগঠক রিনা মুরমু'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সংগঠনের সদস্য হাসি।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সংগঠক হুমায়ুন আহম্মেদ ও মহানগর সাধারণ সম্পাদক উত্তম দাস। কর্মসূচি সঞ্চালনা করেন, সমাজতান্রিক মহিলা ফোরাম সংগঠক মৌসুমি আক্তার মৌ।
বক্তারা বলেন, আজ থেকে ১৪৪ বছর আগে রংপুরের পায়রাবন্দে মহীয়সী নারী বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তৎকালীন রক্ষণশীল সমাজ বেগম রোকেয়ার অনুসন্ধিৎসু মননকে অবদমিত করে রাখতে পারেনি।তিনি নারী সমাজের অনগ্রসরতার কারণগুলো উন্মোচন করেই থেমে থাকেননি, নারীদের মুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নিজেই শিক্ষা দিয়েছেন।
তিনি দেখিয়েছেন নারী-পুরুষের বৈষম্য বিলোপ হলে একটা দেশ ও সমাজ কতদ্রুত উন্নতির শিখরে উঠতে পারে।আজ এক শতাব্দী পেরিয়ে গেলেও রোকেয়া'র স্বপ্ন অনেকক্ষেত্রেই অধরা রয়ে গেছে।এখনো নারীর নিরাপত্তা, ঘরে-বাইরে নারী নির্যাতন,পণ্যের মানসিকতায় টিভি-সিনেমায় নারীদের উপস্থাপন,সমকাজে সমমজুরি, সম্পত্তিতে সমানঅধিকার, গৃহস্থালী কাজের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নেই।রাষ্ট্রের সকল স্তরে নারীদের অবদান পুরুষের চেয়ে কোন অংশে কম নয়।তাই আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও জ্ঞাননির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে নারীদের উপর বিদ্যমান বৈষম্য দূরীকরণ অত্যাবশ্যক।