× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০ পিএম

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হল মো. মিজানুর রহমান, মো. জুয়েল,খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান, মো. সাগর। আহত কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সাথে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগবিতণ্ডা হয়। এ ঘটনা মিমাংশা করার জন্য ওমরাবাদ গ্রামের কিছু লোক বাজারে আসলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাংচুরও লুটপাট হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদেক সরকার বলেন, পাওনা টাকা নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগবিতন্ডা হয়। এ টিকে কেন্দ্র করে মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই যুবকের মধ্যে বাগবিতন্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.