নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে "জয়িতা অন্বেষনে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
৯ ডিসেম্বর সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।
এবারে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী বসুরহাট পৌরসভার সেলিনা আক্তার, সফল জননী নারী হিসেবে মুছাপুরের কহিনুর বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বসুরহাট পৌরসভার সাজেদা আখতার খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় শাহিদা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জীবন সুলতানা। এই পাঁচ জয়িতাকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস ও সনদ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসাইন প্রমূখ।