ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভ্যানচোরের ছুরিকাঘাতে সাকিব শিকদার (৩০) নামে এক পিকআপ চালক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার গৌরিপুর গ্রামে। এ সময় রুহুল আমীন (৩০) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বাটাজোর বাজার থেকে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির ভ্যান চুরি হয়। এ সময় ওই এলাকা থেকে মাছ ব্যবসায়ী ফুলু মিয়া মোবাইলে গৌরিপুর গ্রামের হাইজ উদ্দিন শিকদারের ছেলে মাছ সরবরাহকারী পিকআপ চালক সাকিব শিকদারকে ঘটনাটি জানান।
ওই সময় গৌরিপুর গ্রামে অবস্থিত দেবুনীয় কারখানা গেইটের সামনে ভ্যানসহ তিন চোরকে দেখতে পেয়ে সাকিব চোরদের ঝাপটে ধরেন। এ সময় এক চোর সাকিববের বুকে পর পর দুইবার ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। খোঁজ পেয়ে স্থানীয়রা রুহুল আমীন নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সাকিবকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুন হওয়া সাকিব শিকদারের বাবা হাইজ উদ্দিন শিকদার জানান, সাকিব তার একমাত্র ছেলে ছিলো এবং জান্নাতুল মাওয়া নামে আড়াই মাসের তার একটি কন্যা সন্তান রয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধিন। আটকৃত চোরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।