× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তীব্র শীতে কাপছে কমলগঞ্জ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

চা অধ্যুষিত দেশের অন্যতম পর্যটন জেলা মৌলভীবাজার। মৌলভীবাজারের মধ্যে চা শিল্প এবং পর্যটনের জন্য কমলগঞ্জ উপজেলা অন্যতম। কিছুদিন থেকে কমলগঞ্জ উপজেলাসহ সারা জেলায় বেড়েছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সাথে বইছে হিমেল বাতাস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুই দিন মঙ্গলবার ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সড়জমিনে দেখা যায়, রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে পথচারীদের গা ভিজে যাচ্ছে। দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সকালে কুয়াশার কারণে যানবাহন তুলনামূলক ধীরগতিতে চলাচল করছে। যখন হিমেল বাতাস বয়ে যায় তখন মানুষের পাশাপাশি পশুপাখিরাও যেন কাবু হয়ে পড়ে। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক মানজুর আহমেদ আজাদ মান্না বলেন, ‘চা বাগান ঘেরা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। হাঁড় কাঁপানো শীতের কারণে সকালে হাঁটতে বের হতে পারিনি।

কমলগঞ্জ উপজেলার কৃষক লিটন হোসেন বলেন, কৃষক মানুষ, ‘মাঠে কাজ না করলে ফসলের ক্ষতি হয়ে যাবে। কিন্তু হাত-পা তো আর কাজ করছে না। শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা। খুব জোরে বাতাস বইছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কত দিনে শীত যাবে এই অপেক্ষা করছি সবাই। শীত চলে গেলেই আমরা বাঁচি।

শ্রীমঙ্গলের ব্যবসায়ী আব্দুস শুকুর বলেন, ‘শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা শীতল হয়ে যায়। এবার টানা শীতে জনজীবনে অনেকটা বিপর্যয় নেমেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কমে যায় দোকানপাটের বেচাকেনা।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মজিবুর রহমান তাপমাত্রা নিম্নমুখী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরো জানান, তাপমাত্রা কমার পাশাপাশি প্রচুর কুয়াশা রয়েছে। চলতি মাসে তাপমাত্রা আরো নামবে। সেইসাথে শীতের মাত্রাও বাড়বে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.