বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে গত ২৭ অক্টোবর গঠিত কমিটি বিলুপ্তির মধ্যদিয়ে গঠন করা হয় রাজশাহী প্রেস ক্লাবের নতুন কমিটি। দেড়মাস না যেতেই পূর্ববর্তী নির্বাহী কমিটি থেকে সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক কে বাদ দিয়ে তদস্থলে এসেছে নতুন মুখ। কোন কারন ছাড়াই আকস্মিক এই পরিবর্তনকে সাংবাদিকমহল বলছে দূরভীসন্ধী।
জানতে চাইতে প্রাক্তন সম্পাদক আহসান হাবীব অপু বলেন, এই বিষয়ে আমি কিছু জানিনা। এই ধরনের প্রক্রিয়া আমাদের কাছে গ্ৰহণযোগ্য না। 'আপনি কি নিজ থেকে পদত্যাগপত্র দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, প্রেসক্লাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে যেটা লিখা আছে, সেটা আমরাও দেখেছি। সাবেক সভাপতি ও এনটিভির রাজশাহী জ্যেষ্ঠ প্রতিবেদক শ ম সাজুকে ফোনে পাওয়া যায়নি। তবে, সাবেক যুগ্ম-সম্পাদক জিয়াউল গনি সেলিম সম্পর্কে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি এসএমএস'র মাধ্যমে পদত্যাগ নিশ্চিত করেছেন। এসএটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জৈষ্ঠ্য প্রতিনিধি সেলিম এসএমএস'র বিষয়টি মিথ্যা বলে দাবি করে বলেন, আমি পদত্যাগ করিনি।
এমন ধরনের আকস্মিক সিদ্ধান্তকে অনেকেই বলছেন হটকারিতা ও দূরভীসন্ধী। এমন ধরনের কর্মকান্ড ও সিদ্ধান্তে মনক্ষুন্ন রাজশাহী সাংবাদিক মহল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)'র নতুন কমিটিতে নজরুল ইসলাম জুলুকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
নতুন ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আরেফিন, ক্রীড়া ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য আফজাল হোসেন, ডালিম হোসেন শান্ত, আনিসুজ্জামান, সোহেল মাহবুব, আজাহার উদ্দিন, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান।
উল্লেখ, গত ২৭ অক্টোবর গঠিত রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকানুযায়ী, এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ ম সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছিল।
তিন বছর মেয়াদি ওই কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্য নিউ নেশান ও দৈনিক আমার সংবাদ). জিয়াউল গনি সেলিম (নিজস্ব প্রতিবেদক, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল) ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)।
নির্বাহী সদস্য ছিলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপ-সম্পাদক কামাল মালিক ও দৈনিক নতুন প্রভাতের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত।