× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্ণেল অলির ছেলেকে কুপিয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ডাকাত ফারুক

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের ছাতা প্রতীকের প্রার্থী কর্ণেল অলি আহমদের ছেলেকে কুপিয়ে হামলার ঘটনায় সাতকানিয়া থানা পুলিশ মোঃ ফারুক ওরফে ডাকাত ফারুককে গ্রেপ্তার করেছে । সে উক্ত মামলার ১২ নং আসামী। এছাড়াও কেরানীহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আজ (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার সময় জনার কেঁওচিয়া সাকিনের সামিয়ার পাড়া এলাকায় সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোঃ ফারুক (২৭) প্রকাশ ডাকাত ফারুক সাতকানিয়া থানাধীন জনার কেঁওচিয়া এলাকার সোলায়মানের পুত্র।

মামলায় উল্লেখ্য করা হয়, গত ২০১৮ সালের ১৫ ডিসেম্বর দুপুর ১ টার সময় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল অলি আহমদের ছাতা প্রতীকের প্রচারণা চালান কর্ণেল অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর সানীসহ অন্যান্যরা।এসময় কেঁওচিয়া তেমুহনী সাইক্লোন সেন্টারের পশ্চিম পার্শ্বে আলম কাজী মসজিদ সংলগ্ন রাস্তায় অতর্কিতভাবে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে ডাকাত ফারুকসহ তার সাথে থাকা হামলাকারীরা।এসময় তারা অধ্যাপক ওমর সানিকে কুপিয়ে জখম করে।এ ঘটনায় সাতকানিয়া থানায় তাকে ১২ নং আসামী করে ৫৪জন আসামীর নাম উল্লেখ্য করে মামলা করলে সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন কেরানীহাটে হামলার ঘটনায় হেফাজত ইসলামীর মামলায় তাকে আসামী করা হয়।সাতকানিয়া থানার দুইটি মামলাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।এলাকায় ডাকাতিসহ ব্যাপক অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাতকানিয়া থানা তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফ বলেন, রাত আনুমানিক আড়াইটার সময় তার বাড়ি ঘেরাও করি।পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলতে অস্বীকৃতি জানায় ডাকাত ফারুক।পরে দীর্ঘসময় পর কোন উপায় না পেয়ে দরজায় আঘাত করলে একপর্যায়ে দরজা খুলে দিতে বাধ্য হয় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।পরে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, ডাকাত ফারুক সে কুখ্যাত একজন সন্ত্রাসী।তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় দুইটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।কর্ণেল অলি আহমদের ছেলের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।পরে কেরানীহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় হেফাজতের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.