× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা ও আমুসহ ১৮ জনকে আসামি করে থানায় এজাহার

বরিশাল ব্যুরো।

১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জেবা আমিনা আল গাজীর নির্বাচনী প্রচারনার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেবা আমিনা আল গাজী  বাদী হয়ে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ওই অভিযোগপত্র দায়ের করা হয়।
জানা গেছে, ২০১৮ সনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতিকে নিবার্চনে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী। ওই বছর ১৪  ডিসেম্বর বিকালে নির্বাচনী প্রচারণা চলাকালে উপজেলা সাথীর মোড় এলাকায় তার গাড়িবহরে হামলা করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।এতে বিএনপি প্রার্থী জেবা আমিনা গাজীসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়।
এসময় হামলাকারীরা তাকে বহনকারী একটি প্রাইভেটকার ভাঙচুর করে। পরে তিনি শহরের সিকদার পাড়া এলাকায় এক বিএনপি নেতার বাসায় আশ্রয় নেয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ  ১৮ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.